ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ডাকাতের ছুরিকাঘাতে গৃহকর্তার ছেলে নিহত

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১১:২০, ১৬ জুলাই ২০২১ | আপডেট: ১১:২৩, ১৬ জুলাই ২০২১

নরসিংদীতে এক বাড়িতে ঢুকে ডাকাতিকালে বাধা দেয়ায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন সাজ্জাদ হোসেন আরিফ (৩৬) নামে গৃহকর্তার ছেলে। এসময় নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে ডাকাতরা। আজ শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকায় এই ডাকাতি ও হত্যার ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোসেন আরিফ ওই এলাকার মোবারক হায়াত-এর ছেলে এবং পেশায় একজন ইন্টারনেট ব্যবসায়ী ছিলেন। 

নিহতের স্বজনেরা জানান, ৮/১০ জনের একদল মুখোশধারী ডাকাত দোতলা ওই বাড়ির পেছনের দিক থেকে জানালার গ্রীল কেটে ঢুকে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় টাকা ও স্বর্ণালংকার লুট শুরু করলে গৃহকর্তার ছেলে ইন্টারনেট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন আরিফ তাদেরকে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এসময় বাড়ির লোকজন আর্তচিৎকার শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়। 

ডাকাতরা পাঁচ ভরি স্বর্ণালংকার ও এক লাখ ৬৫ হাজার টাকা লুট করে নিয়েছে বলে জানিয়েছেন গৃহকর্তা মোবারক হায়াত। 

খবর পেয়ে পুলিশ, সিআইডি ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনাটি ডাকাতি, নাকি পূর্ব শত্রুতার জেরে ঘটানো হয়েছে- তদন্তের পর তা বলা যাবে বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান। 

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি