ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে নতুন করে শনাক্ত ৮৯ জন

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৭, ১৬ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

উত্তরবঙ্গের জেলা ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণের আনুপাতিক হার ২৬ দশমিক ২৫ ভাগ।

আজ শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত তথ্যে বলা হয়, নতুন করে ৩৩৯ জনের নমুনা পরীক্ষার পর আক্রান্তের এ হার দাঁড়ায়। শনাক্তদের মধ্যে- সদর উপজেলায় ৪৯ জন, পীরগঞ্জে ১৬ জন, রাণীশংকৈলে ১৩ জন, বালিয়াডাঙ্গীতে ৭ জন ও হরিপুরের ৪ জন। 

এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট শনাক্ত ৫ হাজার ৩৩ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ৩ হাজার ৩৭০ জন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি