ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সোনারগাঁয়ে পিকআপ চাপায় শিশুসহ নিহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৮, ১৬ জুলাই ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিকআপ ভ্যানের চাপায় এক শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন- সোনারগাঁ উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের ভিটিপাড়া এলাকার নুরু মিয়ার ছেলে মনির হোসেন (৪০) এবং জামপুর ইউনিয়নের বাঘবাড়িয়া গ্রামের রুহুল আমিনের ছেলে মো. হাবিব (১২)। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান জানান, সকাল ৯টার দিকে মদনপুর থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তালতলা স্ট্যান্ডে এসে মাছের একটি ভ্যান গাড়ীকে পিছন দিক দিয়ে ধাক্কা দেয়। এ সময় এক শিশুসহ ২ জনকে পিকআপ ভ্যানটি চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ তাদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, পিকআপ ভ্যানের ধাক্কায় আরও ২ জন মারাত্মক আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পিকআপ ভ্যানের ড্রাইভার ও পিকআপটিকে আটক করা হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি