ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নরসিংদীতে কাভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষে নিহত ৩

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪০, ১৬ জুলাই ২০২১

ভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক লেগুনার নারীসহ ৩ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে লেগুনার আরও ৮ যাত্রী। শুক্রবার (১৬ জুলাই) দুপুরে নরসিংদীর পাঁচদোনার ঘোড়াশাল-টঙ্গীর আঞ্চলিক সড়কের পাঁচদোনার চাকশাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লেগুনায় ১০/১২ জন ঘোড়াশাল থেকে পাঁচদোনার দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা ঘোড়াশালগামী কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হয়। নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের কারও পরিচয় পাওয়া যায়নি।
 
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর জানান, দুর্ঘটনায় এক শিশুসহ লেগুনার তিনজন নিহত হয়েছে। আরো অন্তত ৮ আহতের খবর পাওয়া গেছে। এঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। বিস্তারিত তথ্য ও নিহতের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি