ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভূরুঙ্গামারীতে হেরোইনসহ আটক ২ 

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫০, ১৬ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযানে চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (১৬ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে একটি টিম ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের মানিককাজি ও বাগভান্ডার গ্রামে অভিযান চালিয়ে ২ গ্রাম হিরোইন, ২ পিস ইয়াবা, ২ বোতল ফেনসিডিল, হিরোইন মাপা নিক্তি ও নগদ ৭৭ হাজার ৩২০ টাকাসহ মাদক কারবারি শামছুল হক (৪৮) ও জহুরুল হক (৪৫) কে আটক করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাদক সম্রাট শামছুল হক সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের মৃত হায়াত আলীর পুত্র। সে ভূরুঙ্গামারী বাজার সংলগ্ন হোটেল পট্টিতে হোটেল ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার নামে আদালতে তিনটি মাদক মামলা চলমান আছে।

মাদক কারবারি জহুরুল হক মানিককাজি গ্রামের মজিবর রহমানের পুত্র। মাদক কারবারী জহুরুল হক এলাকায় দীর্ঘদিন থেকে ফেনসিডিল ব্যবসার সাথে জড়িত।

ভূরুঙ্গামারী থানার ওসি আলোমগীর হোসেন বিষয়টির সত‍্যতা নিশ্চিত করে বলেন, আটক দুই ব্যক্তির নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি