ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৩, ১৬ জুলাই ২০২১

করোনা বিস্তার রোধে লকডাউনে ক্ষতিগ্রস্ত ঠাকুরগাঁওয়ের একশ’ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। জেলার একটি স্বেচ্ছাসেবী সংগঠন 'হৃদয়ে রঙিন ফাউন্ডেশন'। 

শুক্রবার সংগঠনের আয়োজনে শহরের হাজীপাড়া আদর্শ হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঈদ উপহার তুলেন দেন।

উপহারের মধ্যে ছিলো ৫ কেজি করে চাউল, ৩ কেজি করে আটা ও ১ কেজি সেমাই ও চিনি। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত আরা বেগম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা শাখার সভাপতি শিউলি আক্তার, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি হানিফ বিন রফিক, সহ সভাপতি নাদিয়া সরকার নদী, সিনিয়র সহ-সভাপতি মোস্তাকিমা আক্তার মিতু, সাধারণ সম্পাদক এসএম ইসফার, যুগ্ম সাধারণ সম্পাদক সোহানি ইসলাম সহ-সংগঠনের সকল নেতাকর্মী।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি