ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নওগাঁয় ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত    

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৯, ১৬ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী মোড়ে একটি দ্রুতগামী ট্রাকের  চাপায়  দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহতদের নাম শাহাদত হোসেন (১৭) , সোহাগ হোসেন (২২)।

শুক্রবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে পোরশা উপজেলার সরাইগাছি মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে ৷ নিহত শাহাদত হোসেন সাপাহার উপজেলার কৈকুড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে ও সোহাগ হোসেন সাপাহার উপজেলার রামরায়পুর গ্রামের মামুত আলীর ছেলে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান জানান, রাতে একটি টিভিএস আরটিআর  লাল রঙের মোটরসাইকেল আরোহী দুইজন পোরশা উপজেলার সরাইগাছী মোড় পার হচ্ছিল। এসময় দ্রুতগামী একটি ট্রাকের সাথে তাদের সংঘর্ষ হয়। এতে চাকার নিচে চাপা পড়ে দুজনের ঘটনাস্থলেই নিহত হয়। 

নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ থানা হেফাজতে নিয়েছে। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি