ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোংলায় দুই কেজি গাঁজাসহ তরুণ দম্পতি আটক

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১২:২২, ১৮ জুলাই ২০২১ | আপডেট: ১২:২৫, ১৮ জুলাই ২০২১

গাজাসহ আটক তরুণ দম্পতি

গাজাসহ আটক তরুণ দম্পতি

Ekushey Television Ltd.

মোংলায় দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ  আরিফুল ইসলাম (২৪) ও তার স্ত্রী ফারজানা আক্তারকে (১৯) আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মোংলার স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, কয়েকটি সংঘবদ্ধ চক্র দেশের বিভিন্নস্থান থেকে মাদক এনে তা মোংলায় বিক্রি করে আসছে বলে জানতে পেরেছি। এমনই একটি চক্রের গতিবিধি নজরদারীতে রাখার পর শনিবার রাতে বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে সন্দেহজনক এক নারী ও পুরুষের ব্যাগে তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজা জব্দ করা হয় এবং তাদেরকে আটক করা হয়।

আটককৃত আরিফুল ইসলাম মোংলার সিগনাল টাওয়ার এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। পুলিশের দাবি, আরিফুল ও ফারজানা দীর্ঘদিন ধরে মাদক কারবারীর সাথে জড়িত রয়েছেন।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ রোববার তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি