ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রংপুরে দু’বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০১, ১৮ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর এলাকায় মোস্তফা কোল্ড স্টোরেজের সামনে আজ রোববার সকালে যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়।

মিঠাপুকুর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ‘আজ সকাল সাড়ে ৭টায় ঢাকা-রংপুর মহাসড়কে ঢাকা থেকে রংপুরগামী এবং রংপুর থেকে ঢাকাগামী যাত্রী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।’

মর্মান্তিক এই দুর্ঘটনায় এক শিশুসহ দুই বাসের পাঁচজন ঘটনাস্থলেই মারা যায় এবং ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় মরদেহ ও দুর্ঘটনা কবলিত বাস দু’টি উদ্ধার করে।

ওসি জানিয়েছেন, ‘আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক এ কে এম সামছুজ্জোহা বলেছেন, দুর্ঘটনা কবলিত বাস দু’টিকে মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আরও জানিয়েছেন, ‘এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি