ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পশুর হাট থেকে ফেরার পথে প্রবাসীকে কুপিয়ে জখম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৯, ১৮ জুলাই ২০২১

আহত প্রবাসী আবদুল কুদ্দুম মিয়া

আহত প্রবাসী আবদুল কুদ্দুম মিয়া

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় কুদ্দুম মিয়া (৩৫) নামের এক প্রবাসীকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৭ জুলাই) রাতে উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের মিলন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত আবদুল কুদ্দুস মিয়া ঘাটুরা গ্রামের মৃত পাঞ্জাব আলীর ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী।

আহতের স্বজনরা জানিয়েছেন, বিকেলে কোরবানির পশু কেনার জন্য সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বটতলী বাজারে যান কুদ্দুস। কিন্তু দরদামে না মেলায় পশু না কিনেই বাড়ির পথে রওনা হন তিনি। পথিমধ্যে রাতে মিলনবাজার এলাকায় পৌঁছলে পূর্বশত্রুতার জেরে ঘাটুরা কাজীবাড়ির মৃত কাজী মুকাদ্দেসের ছেলে কাজী কায়েস তার সহযোগীদের নিয়ে কুদ্দুসের ওপর হামলা চালায়। হামলাকারীরা কুদ্দুসের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এ সময় হামলাকারীরা কুদ্দুসের কাছ থেকে পশু কেনার জন্য রাখা দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, আহত আবদুল কুদ্দুস হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি