ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

খুলনা করোনা হাসপাতাল ২০০ শয্যায় উন্নীত

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৫, ১৮ জুলাই ২০২১

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে আরো ৭০ শয্যা যোগ হলো। এত করে ১৩০ শয্যাবিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালটি হলো ২০০ শয্যাবিশিষ্ট ডেডিকেটেট হাসপাতাল। আজ রবিবার (১৮ জুলাই) ২০০ শয্যায় উন্নীত করা হয়েছে। চালু হয়েছে নতুন সেন্ট্রাল অক্সিজেন। বিষয়টি নিশ্চিত করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ রবিউল হাসান।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত বছর  ১০০ শয্যাবিশিষ্ট করোনা ডেডিকেট হাসপাতাল শুরু হয়। আসন সংকট দেখা দিলে জেলায় করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এই হাসপাতাালের আসন বৃদ্ধি করার প্রস্তাব এরে করা হয় ১৩০ শয্যাবিশিষ্ট করোনা ডেডিকেটেট হাসপাতাল। এতেও আসন সংকুলন না হওয়ায় এই হাসপাতালের নাম পাল্টে  ২০০ শয্যাবিশিষ্ট করোনা ডেডিকেট হাসপাতাল করা হয়েছে।

প্রসঙ্গত্ব, হাসপাতালটিতে আজ রবিবার (১৮ জুলাই) সকাল পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ২০৬ জন। যার মধ্যে রেড জোনে ১৪১ জন, ইয়ালো জোনে ২৬ জন, আইসিইউতে ১৯ জন এবং এইচডিইউতে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২৭ জন। আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৩৫ জন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি