ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন স্মরণ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:২২, ১৯ জুলাই ২০২১

নুহাশপল্লীর লিচু তলায় লেখককে স্মরণ

নুহাশপল্লীর লিচু তলায় লেখককে স্মরণ

Ekushey Television Ltd.

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী আজ (১৯ জুলাই)। করোনাকালের বাস্তবতায় অনাড়ম্বর আয়োজনে এবার স্মরণ করা হলো এই লেখককে। প্রতিবারের মতো সকাল থেকে তাঁর ভক্তরা ফুল হাতে শ্রদ্ধা জানাতে আসেন নুহাশপল্লীর লিচু তলায়। 

এবার করোনা ঝুঁকিতে স্বাস্থ্যবিধির বাধ্যবাধকতা থাকায় দূর-দূরান্তের লেখক-ভক্তরা নুহাশপল্লীতে না এলেও হলুদ পাঞ্জাবিতে লেখককে স্মরণ করছেন নন্দিত লেখকের প্রিয় চরিত্র- হিমুরা। ঈদে ঘরমুখো মানুষ ও গণপরিবহনের চাপ থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটে দীর্ঘক্ষণ আটকে থাকার পর ঢাকায় ফিরে যান হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ও তার সন্তানেরা। স্বল্প পরিসরে নুহাশপল্লীতে করা হয় স্মরণসভার আয়োজন। 

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জম্ম গ্রহণ করেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। তার বাবা ফয়েজুর রহমান ও মা আয়েশা ফয়েজ। ২০১২ সালে ১৯ জুলাই মরণব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি