ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৌলভীবাজারে ঈদের নামায আদায়

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৭, ২০ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

সৌদি আরবের সাথে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদ উল আযহার নামায আদায় করলেন জেলার অর্ধ শতাধিক মুসল্লী। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত ও কোরবানি করা হয়।

আজ মঙ্গলবার সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউজ এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসার উঠানে (আঙিনায়) এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাযে বিভিন্ন এলাকার লোকজন অংশ নেয়। নারীদের জন্য ছিল পৃথক ব্যবস্থা। 

নামাযে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি ভারত)। তিনি জানান, গত ১৫ বছর ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখেই এই নামায আদায় করছেন। নামাজ শেষে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য পশু কুরবানী করা হয়।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি