ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৩ জন

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৭, ২০ জুলাই ২০২১

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (১৯ জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে পাংশা উপজেলার কলেজমোড় এলাকাস্থ রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলো- ইসমাইল শেখ (৩৫), তার মেয়ে শিখা খাতুন (১৫) ও ছেলে আব্দুল মালেক (৫)। তারা কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চরমাহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা বলে জানায় হাইওয়ে থানা পুলিশ।

পাংশা হাইওয়ে থানার ওসি মোঃ লিয়াকত আলী জানান, রাত পৌনে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী মাহেন্দ্র গাড়ির সঙ্গে অজ্ঞাত এক গাড়ির সংঘর্ষে এ হতাহতের ঘটনাটি ঘটে। এসময় ঘটনাস্থলেই একই পরিবারের তিনজন নিহত হয়। নিহতরা সবাই মাহেন্দ্রর যাত্রী। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সেইসঙ্গে ঘাতক গাড়িটিকে আটকের চেষ্টা করা হচ্ছে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি