ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় একদিনে মৃত্যু আরও ১৯ জনের

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪২, ২০ জুলাই ২০২১

বগুড়ায় বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা এবং উপসর্গে আরও ১৯ জন মারা গেছেন। এরমধ্যে করোনায় বগুড়া জেলার বাসিন্দা ২ জন, অন্য জেলার ৩ জন এবং উপসর্গে ১৪ জন মারা গেছেন। একই সময় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪৬ জন। আক্রান্তের হার ২৬ দশমিক ৩৬ শতাংশ। 

মঙ্গলবার (২০ জুলাই) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বগুড়ার দুইটি হাসপাতালে করোনায় মারা যাওয়া একজন নারী ও একজন পুরুষ দুই জনই বগুড়ার বাসিন্দা। অন্য জেলার আরও তিন জনের মৃত্যু হয়েছে। একই সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১৪ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় ৯৩৩ জনের নমুনা পরীক্ষা করে ২৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়।

করোনায় আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের ১৫০ জন, শাজাহানপুরের ৩৩ জন, শেরপুরের ১৬ জন, কাহালুর ১৪ জন, সারিয়াকান্দির ২ জন, শিবগঞ্জের ৮ জন, গাবতলীর ৮ জন, ধুনটের ৫ জন, আদমদীঘির ৫ জন, সোনাতলার ৩ জন ও দুপচাঁচিয়ার ২ জন।

এ নিয়ে বগুড়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৪৯২ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৮৩২ জন। করোনায় মারা গেছেন ৫১৬ জন। এখন চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ১৪৪ জন।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি