ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে বিকাশ ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩১, ২০ জুলাই ২০২১ | আপডেট: ১৯:৩২, ২০ জুলাই ২০২১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিকাশ ব্যবসায়ী ইসাহাক আলী (২৮)’র গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইসাহাক আলী একই ইউনিয়নের করনাই পশ্চিমপাড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

এলাকার লোকজন জানান, জাবরহাট বাজারের বিকাশ ব্যবসায়ী ও ভাই ভাই ফটোষ্ট্যাষ্ট এন্ড কম্পিউটার এবং কসমেটিকস এর স্বত্ত্বাধিকারী ইসাহাক আলী প্রতিদিনের মত সোমবার রাতে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল নিয়ে করনাই পশ্চিমপাড়া গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিল। বাড়ির কাছাকাছি পৌছালে বাড়ির মাত্র ২শ’ গজ আগে দুর্বত্তরা তার পথরোধ করে চোখে মরিচের গুড়া ছিটিয়ে দেয়। পরে তাকে জবাই করে হত্যার পর মরদেহ রাস্তার পার্শ্বে ফেলে রেখে টাকার ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। 

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক যুবকের জবাই করা মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ জানতে পুলিশ অনুসন্ধান শুরু করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি