ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শেখ হাসিনা দেশের আলেম সমাজকে সম্মানিত করেছেন: এমপি শাওন

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৭, ২০ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর দেশের আলেম ওলামাদের সম্মানিত করেছেন। যা বিগত কোনও সরকারের আমলে হয়নি।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাই শেখ হাসিনার উপর সকলকে আস্থা রাখার আহবান জানান তিনি।

মঙ্গলবার (২০ জুলাই) লালমোহন উপজেলা অডিটোরিয়ামে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে নিজ উদ্যোগে পাঁচ শতাধিক ইমাম-মুয়াজ্জিনদেরকে করোনায় সচেতনতামূলক কর্মশালা, মাস্ক, পিপিই এবং নগদ অর্থ বিতরণকালে এ কথা বলেন।

তিনি আরও বলেন, করোনাকালীন সময়ে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পশু কুরবানি করা ও কুরবানিকৃত পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলে পরিবেশ সুরক্ষা আমাদের সকলের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে ইমাম-মুয়াজ্জিনগণ অগ্রণী ভূমিকা পালন করবেন।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ উপজেলার সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি