ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মুজিবনগরে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৩৫, ২১ জুলাই ২০২১ | আপডেট: ১৭:৪২, ২১ জুলাই ২০২১

মেহেরপুর মুবিনগর উপজেলার মানিকনগর গ্রামে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন। আজ বুধবার ঈদের বিকেল পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলো সদর উপজেলার গাঁড়াডোব গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে মুস্তাকিম, মাঝপাড়া গ্রামের মিনারুল ইসলামের ছেলে  ছেলে শামীম, ও একই গ্রামের শরিফুল ইসলামের রাজমিস্ত্রি শাকিল। 

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আব্দুল হাশেম মোটর সাইকেল দুর্ঘটনায় তিনজন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিত্বে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি