ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রংপুরে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৩, ২১ জুলাই ২০২১ | আপডেট: ২০:২৪, ২১ জুলাই ২০২১

পবিত্র ঈদুল আজহার দিনেও রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন উভয় বাসের অন্তত অর্ধশত যাত্রী।

বুধবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে জেলার তারাগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন আনজিরন নেছা কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী হিমাচল পরিবহনের একটি বাসের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ সময় আহত হন দুই বাসের অন্তত অর্ধশত যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিসসহ হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ নূরনবী প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি