ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

মিরসরাইয়ে স্কুলের নৈশ প্রহরীরকে কুপিয়ে জখম

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত : ১৪:৪৬, ২২ জুলাই ২০২১

মিরসরাইয়ে নাজিম উদ্দিন (৪৫) নামে উপজেলার বড়তাকিয়া আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ জুলাই) ভোরে দায়িত্বরত অবস্থায় ফজরের নামাজের পরে বিদ্যালয়ে অবস্থান করলে এ ঘটনা ঘটে।

আহত নাজিম উদ্দিন উপজেলার দুয়ারু গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন বিদ্যালয়ের দায়িত্ব পালন অবস্থায় ফজরের নামাজের পরে বিদ্যালয়ে অবস্থান করলে অজ্ঞাত ব্যক্তি এসে তার নিকট অর্থ দাবী করে এবং বিদ্যালয় অফিসের চাবি চায়। তিনি তা দিতে অস্বীকার করলে কিছু বুঝে ওঠার আগে তার ওপর হামলা শুরু করে এবং তাকে রক্তাক্ত করে। তিনি কোনওমতে দৌড়ে পার্শ্ববর্তী বড়তাকিয়া ফিলিং ষ্টেশনে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি মিরসরাই থানার পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি