ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

দুর্ধর্ষ জুম্মা ডাকাত শ্বশুরবাড়ী থেকে গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৩, ২২ জুলাই ২০২১

একাধিক হত্যা, ডাকাতি ও অপহরণসহ ১৯ মামলার আসামি জয়নাল আবেদীন প্রকাশ জুম্মা (৩০) ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ জুলাই) রাতে হাতিয়ার নিঝুমদ্বীপের নামার বাজার এলাকায় তার শ্বশুরবাড়ী থেকে তাকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জয়নাল আবেদীন ওরফে জুম্মা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাটাখালী গ্রামের আব্দুল মালেকের ছেলে। তার বিরুদ্ধে ইউপি সদস্য রবীন্দ্র দাস হত্যা, যুবলীগ নেতা জোবায়ের হত্যাসহ হাতিয়া থানায় ১৯টি মামলা রয়েছে বলে দাবি পুলিশের।

জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে জুম্মা তার দল নিয়ে হাতিয়ার মূল ভূখণ্ডে অবস্থান করে। ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে হাতিয়াতে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই দুটি হত্যা কাণ্ডের সঙ্গে জুম্মা সরাসরি যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে।

হাতিয়া থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে নিঝুমদ্বীপ ফাঁড়ি থানা পুলিশের একটি টিম অভিযান করে তাকে গ্রেফতার করে। সে দীর্ঘদিন থেকে মেঘনা নদীতে ডাকাতি করে আসছে। ২০১৭ সাল থেকে এই পর্যন্ত বিভিন্ন মামলায় সে ১০ বার আটকও হয়।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, জুম্মা একজন দুর্ধর্ষ ডাকাত। প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে রিমাণ্ডে আনার জন্য আবেদন করা হবে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি