ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জীবননগরে নিখোঁজের দুইদিন পর যুবকের মৃতদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৩৫, ২৩ জুলাই ২০২১

চুয়াডাঙ্গার জীবননগর পৌরএলাকায় ভৈরব নদ থেকে পুলিশ রিমন হোসেন (২৫) নামে মানসিক প্রতিবন্ধী এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। নিখোঁজের দুইদিন পর জীবননগর থানা পুলিশ আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়। 

নিহত রিমন হোসেন জীবনননগর পৌরএলাকার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা সাবেক পৌর কমিশনার মরহুম মো. শামসুজ্জামানের ছেলে। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম জানান, গত ঈদের দিন সকাল থেকে রিমন হোসেন নিখোঁজ ছিলেন। 

পরিবারের পক্ষে সহোদর ভাই বৃহস্পতিবার জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ শুক্রবার সকালে বাড়ির পাশেই ভৈরব নদীতে মৃতদেহ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দিলে মৃতদেহ উদ্ধার করা হয়। 

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি