ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

করোনায় নবাবগঞ্জে গর্ভবতী নারীর মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৫, ২৩ জুলাই ২০২১ | আপডেট: ১৯:২২, ২৩ জুলাই ২০২১

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে তৃপ্তি বাড়ৈ (২৩) নামে ৬ মাসের গর্ভবতী এক নারীর মৃত্যু হয়েছে। শোল্লা শ্মশানে তার সৎকার করা হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে গর্ভবতীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম। বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকার রিলেশন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। মৃত তৃপ্তি বাড়ৈ উপজেলার দক্ষিণ শোল্লার নীল কমল বাড়ৈর মেয়ে ও হরি বেপারীর স্ত্রী ছিলেন।

নবাবগঞ্জ উপজেলা সৎকার কমিটির প্রধান সমন্বয়ক অনুপম দত্ত জানান, তৃপ্তি বাড়ৈ করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাজধানীর রিলেশন জেনারেল হাসপাতালে ভর্তি হন। ঐ দিন রাত ১০টায় তিনি মারা যান। সকালে সৎকার কমিটি লাশ গ্রহণ করে এবং দুপুরে শোল্লা শ্মশানে লাশের সৎকার করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি