রাজশাহীতে করোনায় আরও ১১ জনের মৃত্যু
প্রকাশিত : ১০:৩১, ২৪ জুলাই ২০২১ | আপডেট: ১০:৩৩, ২৪ জুলাই ২০২১
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাতজন পজিটিভ রোগী চিকিৎসাধীন অবস্থায় এবং করোনা উপসর্গ নিয়ে আরও চারজন মারা যান। এদিকে আগের দিনের চেয়ে প্রায় দিগুণ বেড়েছে করোনা শনাক্তের হার।
শনিবার (২৪ জুলাই) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার বিভিন্ন সময় রামেক করোনা ইউনিটে এই ১১ জনের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় মৃত ১১ জনের মধ্যে রাজশাহীর ছয়জন, নাটোরের একজন, নওগাঁর একজন, পাবনার দু’জন ও কুষ্টিয়ার একজন। এদের মধ্যে ছয়জন পুরুষ এবং পাঁচজন নারী।
মৃতদের মধ্যে ছয়জনের বয়স ৬১ বছরের ওপরে। এছাড়াও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন এবং ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে একজন। এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২২ জনে।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছেন ৫৭ জন। একই সময়ে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৭ জন। আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে ভর্তি আছেন ৪১৯ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১৯ জন।
করোনা ইউনিটে চিকিৎসাধীনদের মধ্যে ১৯৪ জন করোনা পজেটিভ এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭২ জন। তাদের নতুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন আছেন ৫৩ জন।
হাসপাতাল পরিচালক জানান, শুক্রবার দুটি ল্যাবে রাজশাহীর ১৪০টি নমুনা পরীক্ষায় ৯১ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় দিগুণ বেড়ে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৬৫ শতাংশে। এর আগের দিন বৃহস্পতিবার ছিল ৩৩ দশমিক ৩৩ শতাংশ। এর আগে গত বুধবার ছিল ৩৭ দশমিক ৫০ শতাংশ এবং গত মঙ্গলবার ৩৪ দশমিক শূন্য ৪ শতাংশ।
এএইচ/
আরও পড়ুন