ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টাঙ্গাইলে লকডাউন বাস্তবায়নে ৫৪টি চেকপোষ্ট বসিয়েছে পুলিশ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৫, ২৪ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

লকডাউন বাস্তবায়নে টাঙ্গাইলের বিভিন্ন পয়েন্টে ৫৪টি চেকপোষ্ট বসিয়ে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ। তবে বিভিন্ন রাস্তা ও অলি-গলিতে ছোট ছোট যানবাহন চলাচল করছে। আজকে শহরের রাস্তাগুলোতে বেশি মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পুলিশী চেকপোস্টে জেরার মুখে বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন তারা।

আজ শনিবার (২৪ জুলাই) সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। জেলা প্রশাসনের সহায়তায় মাঠে কাজ করছে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। এছাড়া র‌্যাব ও আনসার সদস্যরাও মাঠে টহল দিচ্ছেন।

অপরদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কাঁচাবাজার ছাড়া মার্কেট, শপিংমল ও দোকান-পাট বন্ধ রয়েছে। মহাসড়কে জরুরি পণ্যবাহী যানবাহন চলাচল করছে। তবে বন্ধ রয়েছে বড় গণপরিবহন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেলায় ১৩১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনায় পজিটিভ হয়েছেন ৩৮ জন। সংক্রমণ হার ২৯ শতাংশ। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫০৭ জনের। আর মোট মৃত্যুর সংখ্যা ১৯৮।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি