ফরিদপুরে করোনায় মৃত্যু ৮, আক্রান্ত ১২০
প্রকাশিত : ১৪:৪৫, ২৪ জুলাই ২০২১
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন করোনায় পজিটিভ এবং ৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া জেলায় নতুন করে ১২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
শনিবার (২৪ জুলাই) জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
এসময় ২৪৫ জনের নমুনা পরীক্ষায় ১২০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৫০ দশমিক ৭৫ শতাংশ। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৫৮ জনে। মোট আক্রান্তের হার ২৪ দশমিক ৬৭ শতাংশ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ সাইফুর রহমান জানান, বর্তমানে করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি রয়েছেন ৩২১ জন। তাদের মধ্যে করোনা পজিটিভ রোগী ২০৯ জন এবং করোনা উপসর্গ নিয়ে ১১২ জন ভর্তি রয়েছেন।
এএইচ/
আরও পড়ুন