ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে লকডাউন অমান্য করায় ১৫৭ জনকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৭, ২৪ জুলাই ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী ১৪ দিনের কঠোর লকডাউন চলছে নোয়াখালীতে। লকডাউনের প্রথম দিনে সরকারি নিষেধ অমান্য করায় ১৫৭ জনকে বিভিন্ন মেয়াদে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ জুলাই) সকাল থেকে জেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে কয়েকটি সড়কে রিকশা, মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল করলেও বেশির ভাগ সড়ক ফাঁকা রয়েছে। 

নোয়াখালী সুপার মার্কেটসহ জেলার সকল মার্কেট, শপিংমল বন্ধ রয়েছে। শহরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা থাকলেও তাতে ক্রেতাদের উপস্থিতি কম। তবে কিছুটা ভিন্ন চিত্র গ্রামের বাজারগুলোতে। বেশির ভাগ বাজারেই অর্ধেক সাটার খোলা রেখে দোকান চালাচ্ছেন দোকানিরা। প্রশাসনের গাড়ী দেখলে কিছু সময়ের জন্য বন্ধ করলেও পুনরায় আবার খুলছে তারা।

এদিকে লকডাউন কার্যকর করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার (ভূমি)সহ জেলা প্রশাসনের ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন। জেলার গুরুত্বপূর্ণস্থানে পুলিশের চেক পোস্ট বসানো হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, জনগণকে সচেতন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রশাসন মাঠে কাজ করছে। লোকজনকে স্বাস্থ্য সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ করা হচ্ছে। পৌর এলাকাসহ প্রতিটি ইউনিয়নে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। 

লকডাউনের প্রথম দিন শুক্রবার আইন অমান্য করায় ১৩৯টি মামলায় ১৫৭ জনকে ৯৪ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি