ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

মেঘনায় আনন্দ ভ্রমণের সময় ৪৬ কিশোর আটক, অস্ত্র উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৩৯, ২৫ জুলাই ২০২১

নরসিংদীর মেঘনা নদীতে ঈদ পরবর্তী আনন্দ ভ্রমণে বের হয়ে আটক হয়েছে নৌকার মাঝিসহ ৪৬ কিশোর। এসময় ওই নৌকা থেকে চাপাতি ও সামুরাইসহ বেশকিছু সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২৪ জুলাই) রাত ৮টায় শহর সংলগ্ন শেখ হাসিনা সেতু এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা নরসিংদী সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রইছ আল রেজুয়ান জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মেঘনা নদীতে নৌকায় আনন্দ উল্লাস করতে দেখা যায়। এসময় নৌকায় থাকা কিশোরদের জিজ্ঞাসাবাদ ও নৌকায় তল্লাশি চালানো হয়। নৌকা থেকে তিনটি চাপাতি, সামুরাই ও কয়েকটি লোহা ও প্লাস্টিকের পাইপসহ দেশীয় অস্ত্র পাওয়া যায়। 

পরে তাদেরকে থানায় আটক রাখা হয়। আটককৃতদের বিষয়ে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে জানান ম্যাজিস্ট্রেট রেইছ আল রেজুয়ান। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি