ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গরুর শোকে কাতর বাবার মৃত্যুতে পাথর

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৯, ২৫ জুলাই ২০২১

ঢাকার গাবতলীর কোরবানির পশুর হাটে ১৫টি গরু নিয়ে গিয়েছিলেন ব্যবসায়ী আলিহার হোসেন (৩৭)। ২৫০ কিলোমিটারের যাত্রা আর প্রচণ্ড গরমের ধকল সইতে পারেনি সবচেয়ে বড় গরুটি। ১৫ মণ ওজনের গরুটি অসুস্থ হয়ে মারা যায়। এরপর মন্দা বাজারে নয়টি গরু বিক্রি করে তার লোকসান হয় আরও দুই লাখ টাকা।

ব্যবসায় বড় ক্ষতির মুখে পড়ে কাতর হয়ে পড়েন ব্যবসায়ী আলিহার। খবরটা শোনার পর থেকে চিন্তিত ছিলেন তার বাবা আসমত মালিথাও (৭০)। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে মারা যান। শোকাহত আলিহার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, টানা ২০ বছর ধরে গরুর ব্যবসা করে আসছেন আলিহার হোসেন। বৃদ্ধ মা-বাবা এবং স্ত্রী ও দুই সন্তান নিয়ে ছয় সদস্যের পরিবার তার। পরিবারটির একমাত্র আয়ের উৎস এই গরু ব্যবসা। এক হাট থেকে গরু কিনে অন্য হাটে বিক্রির পাশাপাশি স্বল্প পরিসরে বাড়িতে গরু পালন করেন আলিহার।

আলিহার বলেন, বেলগাছি গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই ঈদুল আজহা সামনে রেখে গরু পালন হয়। এ বছর করোনার কারণে স্থানীয়ভাবে পশুর হাট বন্ধ ছিল। ফলে বেশির ভাগ মানুষই গরু বিক্রি করতে পারেননি। প্রায় এক মাস আগে তিনি তিন লাখ টাকা মূল্যের ফ্রিজিয়ান জাতের একটি গরু কেনেন। কোরবানির ঈদের সময় বিক্রি করার জন্য লালন-পালন করতে থাকেন। এই সময়ে গরুটির পেছনে খরচ হয়েছে আরও ৩০ হাজার টাকা। ঈদের আগে আরও ১৪টি গরু কেনেন। ১৫টি গরু নিয়ে ১৩ জুলাই ঢাকার গাবতলী পশুর হাটে যান।

আলিহারের আশা ছিল, বড় গরুটা সাড়ে চার লাখ টাকায় বিক্রি হবে। কিন্তু বাজারে সাড়ে তিন লাখ টাকার বেশি দাম উঠছিল না। তাই বিক্রি না করে ধরে রেখেছিলেন। হঠাৎ গত রোববার গরুটা অসুস্থ হয়ে মারা যায়। বাকি ১৪টি গরুর মধ্যে ৯টি বাজারে বিক্রি করতে সক্ষম হন তিনি। সেগুলো কেনা পড়েছিল ১১ লাখ টাকায়। কিন্তু বিক্রি করে পেয়েছেন মাত্র ৯ লাখ টাকা। সব মিলিয়ে তার লোকসান হয়েছে ৯ লাখ টাকা।

আলিহারের স্ত্রী সবিতা খাতুন কাঁদতে কাঁদতে বলেন, এই লোকসানের খবর জানার পর চিন্তিত হয়ে পড়েন তার শ্বশুর আসমত মালিথা। একপর্যায়ে তিনি স্ট্রোক করে মারা যান। এ অবস্থায় বাকি পাঁচটা গরু বিক্রি না করেই ঢাকা থেকে বাড়ি ফিরে আসেন তার স্বামী আলিহার। 

সবিতা বলেন, ‘এবার গরু ব্যবসা করতে গিয়ে যে ক্ষতি হয়ে গেলো, তা কখনও পূরণ হবে না।’

আলিহার হোসেনের মতো অনেকেই এ বছর কোরবানির পশুপালন ও ব্যবসা করতে গিয়ে পুঁজি হারিয়েছেন। আলমডাঙ্গা উপজেলার ডাউকী ইউনিয়নের বিনোদপুর গ্রামের ইউপি সদস্য বদর উদ্দিনের লোকসান হয়েছে ২ লাখ ৩৫ হাজার টাকা।

বদর উদ্দিন বলেন, বাড়িতে পালিত ১৩টি গরু ঢাকায় কোরবানির পশুর হাটে নিয়েছিলেন। এর মধ্যে ৪ লাখ ৬৫ হাজার টাকায় দুটি গরু বিক্রি করতে পেরেছেন। অথচ স্থানীয় ব্যাপারীরা গরু দুটির দাম বলেছিলেন ৬ লাখ টাকা। দাম পড়ে যাওয়ায় বাকি ১১টা গরু বিক্রি না করে ফেরত নিয়ে এসেছেন তিনি।

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের মনিরামপুরে বাড়ি সাখাওয়াত হোসেনের। নিজের খামারে তিনি ১১টি গরু পুষেছিলেন। সেগুলো নিয়ে গিয়েছিলেন ঢাকা পশুর হাটে। এর মধ্যে তিনটি গরু ৬ লাখ ৩৫ হাজার টাকায় বিক্রি করেছেন। বাকি গরুগুলো নিয়ে ফিরে আসেন বাড়িতে। ঢাকায় নিয়ে যাওয়া ও ফেরত আনা এবং ঢাকায় থাকার সময় বিভিন্ন খাতে অনেক টাকা ব্যয় হয়ে গেছে। কবে গরুগুলো বিক্রি করতে পারবেন, তখন ন্যায্য দাম পাবেন কি না, এসব নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, এবার ঢাকায় যারা গরু নিয়ে গিয়েছিলেন, তাদের কেউ কেউ কাঙ্ক্ষিত দাম পাননি। ফেরত আনা গরুগুলোর চিকিৎসা সেবা নিশ্চিত করতে পর্যাপ্ত ওষুধ মজুত রাখা হয়েছে। দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টির তদারক করতে বলা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি