ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

নাটোরে ১৩ জুয়ারু আটক

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৫, ২৫ জুলাই ২০২১

নাটোরে ১৩ জুয়ারুকে আটক করেছে র‌্যাব-৫। শনিবার রাতে সদর উপজেলার পন্ডিতগ্রামের বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় নগদ ১১ হাজার ৮৮৪ টাকা ও ২টি মোটরসাইকেলসহ জুয়া খেলার উপকরণ জব্দ করা হয়।

সিপিসি-২, র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাত ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাবের একদল সদস্য সদর উপজেলার পণ্ডিতগ্রাম বটতলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় জুয়া খেলার অভিযোগে ১৩ জনকে খেলার সরঞ্জাম সহ আটক করা হয়। 

আটককৃতরা হলো- পণ্ডিতগ্রামের বাবু হোসেন (২১), মোঃ রাজন (২১), মোঃ কাওছার আহম্মেদ (২১), মোঃ আব্দুর রাজ্জাক (৩৮), মোঃ লিটন (৩০), মোঃ শান্ত (২৩), মোঃ ফয়সাল (১৯), মোঃ নিরব (২০), মোঃ আবির হোসেন (২৬), হাড়িগাছা গ্রামের মোঃ রাজিব আলী (২৬), মোঃ সুজন আলী (২৮), রঘুনাথপুর আমহাটি এলাকার মোঃ রুস্তম (৩৫) ও ফরিদপুর আমহাটি এলাকার মোঃ আব্দুল গাফ্ফার আরিফ (২৪)।

আটককৃত জুয়াড়িদের পুলিশে সোপর্দ করাসহ সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি