ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে চলছে লকডাউন, মৃত্যু ৪ আক্রান্ত ১৩০

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৮, ২৫ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

দেশব্যাপী ১৪ দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিন ঢিলেঢালাভাবে চলছে নোয়াখালীতে। তবে জেলার বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ-বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। জনগণকে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে মাস্ক।

রোববার (২৫ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাসহ হালকা যানবাহন চলাচল করছে। শপিংমলগুলো বন্ধ থাকলেও ছোটখাট কিছু দোকান খোলা থাকতে দেখা গেছে। 

শহরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা থাকলেও তাতে ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম। তবে কিছুটা ভিন্ন চিত্র গ্রামের বাজারগুলোতে। বেশির ভাগ বাজারেই অর্ধেক সাটার খোলা রেখে দোকান চালাচ্ছেন দোকানিরা। প্রশাসনের গাড়ী দেখলে কিছু সময়ের জন্য বন্ধ করলেও পুনরায় আবার খুলছে। 
লকডাউন মানতে বাধ্য করতে জেলার বিভিন্ন স্থানে ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। 

এদিকে, জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ১২০ শয্যা কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় নতুন করে শনাক্ত হয়েছে ১৩০ জন। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি