ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামের পটিয়ায় দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ২৩ জুন ২০১৭ | আপডেট: ১৮:১৯, ২৩ জুন ২০১৭

চট্টগ্রামের পটিয়ায় দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রিজ।সকলে যাকাত দেয়ার সময় সংগঠনের সভাপতি খলিলুর রহমান বলেন, যাদের সামর্থ আছে, তারা যেন যাকাত দেয়ার ক্ষেত্রে কোন শৈথিল্য না দেখান। পটিয়ার সাইদার, জিরি, মহিরা, কুসুমপুরাসহ ৯টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ২০ হাজার গরীব মানুষের মাঝে ঈদ উপলক্ষে নতুন পোশাক ও নগদ টাকা বিতরণ করা হয়। এ’সময় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আহমেদুল হকসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি