ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

শ্রীমঙ্গলে ও যশোরে দাউদিয়ান্স-৯০ এর ঈদ উপহার

মৌলভীবাজার প্রতিনিধি: 

প্রকাশিত : ১৮:০৪, ২৫ জুলাই ২০২১

মৌলভীবাজারে যশোর সারথী ট্রান্সপোর্ট এর চেয়ারম্যান কাজী কামরুল ইসলাম ও যশোর দাউদ পাবলিক স্কুল ১৯৯০ ব্যাচ এর দাউদিয়ান্স-৯০ এর উদ্যোগে করোনায় আয় রোজগার কমে যাওয়া পরিবার গুলোর মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সার্বিক সহযোগীতায় অর্ধশত মানুষে মধ্যে এ উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, মাইটিভির জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দে, ভোরের কাগজ প্রতিনিধি সুমন বৈদ্য, প্রথম আলো প্রতিনিধি শিমুল তরফদার, সাংবাদিক আল ইব্রাহীম, নাট্যকর্মী নিতেশ সুত্রধর প্রমূখ। 

এ ছাড়াও দাউদিয়ান্স ১৯৯০ ব্যাচ এর উদ্যোগে যশোর এলাকায় আরো ১২০টি পরিবারে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি