ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৪৪, ২৫ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় আকতারুজ্জামান ডাবলু (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর-রণশিয়া সড়কের বৈরচুনা জামিনির মোড়ে পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমূখি সংঘর্ষ হলে এই দূর্ঘটনা ঘটে। 

নিহত আকতারুজ্জামান জেলার হরিপুর উপজেলার যাদুরানী গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় মুঠোফোনে জানান,  দিনাজপুর থেকে আম বোঝাই একটি পিকআপ ভ্যান দিনাজপুর-রণশিয়া সড়ক দিয়ে রণশিয়া গ্রামের দিকে যাচ্ছিল। 

এ সময় বৈরচুনা জামিনির মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী আকতারুজ্জামান গুরুতরভাবে আহত হলে ঘটনাস্থলেই নিহত হন।

এ ব্যাপারে পীরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি