আজও দৌলতদিয়া ঘাটে কর্মমূখী মানুষের চাপ
প্রকাশিত : ১১:২৩, ২৬ জুলাই ২০২১
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আজও কর্মমূখী মানুষ ও ব্যক্তিগত যানবাহনের চলাচল চোখে পড়ার মত। ঈদের ছুটি শেষে কঠোর বিধিনিষেধের মধ্যে ভোগান্তি নিয়ে নদী পার হচ্ছেন তারা। লঞ্চ বন্ধ থাকায় ফেরিতে ভিড় করছেন এসব যাত্রী। তবে নিষেধাজ্ঞার কারণে ফেরির সংখ্যা কম থাকায় যাত্রীদের স্বাস্থ্যবিধি না মেনেই পার হতে দেখা গেছে।
আজ সোমবার (২৬ জুলাই) সকালে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার চিত্র ছিল এমন।
এদিকে, কঠোর বিধিনিষেধের আওতায় থাকা প্রাইভেটকার ও মাইক্রোবাস পারাপার বন্ধ রাখার কথা থাকলেও পণ্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্স পারাপারের সাথে এসকল যানবাহন ফেরিতে অবাধে নদী পারাপার হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কর্তৃপক্ষ জানান, আজ সোমবার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পন্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্সের সাথে যাত্রী ও ব্যক্তিগত যানবাহন পারাপার করা হচ্ছে। বিধিনিষেধের কারণে ফেরির সংখ্যা সীমিত আকারে চালানো হচ্ছে।
তবে যেসব ব্যক্তিগত যানবাহন ফেরি পার হচ্ছে সেগুলো প্রশাসনের অনুমতিতে পারাপার করা হচ্ছে বলে জানান ঘাট কর্তৃপক্ষ।
আজ এ নৌরুটে ৬টি ছোট বড় ফেরি চলাচল করছে।
এএইচ/
আরও পড়ুন