ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আলমডাঙ্গায় আলমসাধু উল্টে চালকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৪, ২৬ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বণ্ডবিল রেলগেট এলাকায় আলমসাধু উল্টে চালক তরিকুল ইসলাম (২৫) মারা গেছেন।

আজ সোমবার (২৬ জুলাই) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল উপজেলার জগন্নাথপুর গ্রামের জাহের আলীর ছেলে।

আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শেখ রকিবুল ইসলাম জানান, তরিকুল আলমসাধু চালিয়ে গ্রামের বাড়ি থেকে চুয়াডাঙ্গায় ফল কিনতে আসছিলেন। দ্রুতগতির আলমসাধু বন্ডবিল রেলগেট এলাকায় উল্টে গেলে ঘটনাস্থলেই তরিকুল মারা যায়। 

তরিকুলের বাবা জাহের আলীর আবেদনের প্রেক্ষিতে এবং পুলিশ সুপারের অনুমতিক্রমে ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই রকিবুল।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি