ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাগেরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৮, ২৬ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

বাগেরহাটের শরণখোলায় ইয়াবাসহ মেহেদী হাসান মুরাদ (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (২৬ জুলাই) দুপুরে রায়েন্দা খাদ্য গুদাম এলাকা থেকে মেহেদীকে আটক করে শরণখোলা থানা পুলিশ। আটক মেহেদী শরণখোলা উপজেলার ফারুক হোসেন তালুকদারের ছেলে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মেহেদী হাসান মুরাদ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছে। এসময় এসআই আমির হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটক মুরাদকে তল্লাসী করে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে সে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত রয়েছে বলে দাবি করেন এই কর্মকর্তা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি