ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

হিলি স্থলবন্দরে চাল খালাস শুরু হয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪১, ২৩ জুন ২০১৭ | আপডেট: ১৯:০৬, ২৩ জুন ২০১৭

চাল আমদানীতে শুল্ক কমানোর সিদ্ধান্তের পর, হিলি স্থলবন্দরে গত প্রায় ১০ দিন ধরে আটকে থাকা ট্রাক থেকে চাল খালাস শুরু হয়েছে। কমতে শুরু করেছে বন্দরের পণ্যজট। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে দেশের বাজারে চালের সরবরাহ বাড়বে। এতে করে প্রতিকেজি চালের দাম কমে আসবে ৫ থেকে ৬ টাকা। 

আগাম বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে ধানের চাষ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে চাল আমদানিতে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব উঠে আসে। এ অবস্থায় আমদানি করা চাল খালাস বন্ধ রাখেন আমদানিকারিরা। গত ৮/১০ দিনে বন্দরে আটকা পড়ে প্রায় ৭ হাজার টন চালবাহী ট্রাক। মঙ্গলবার শুল্কহার কমানোর ঘোষণার পর, বৃহষ্পতিবার থেকে শুরু হয়েছে বন্দরের চাল খালাস।

এর ফলে ঈদের আগেই দেশের চালের সরবরাহ বেড়ে যাবে। কেজি প্রতি চালের দাম ৫ থেকে ৬ টাকা কমার সম্ভাবনা রয়েছে, বলছেন ব্যবসায়ীরা। এছাড়া ঈদের পরও প্রচুর চাল আমদানী হবে।

শুল্ক নির্ধারণ নিয়ে জটিলতায় গত কদিন চাল খালাস না হওয়ায়, বন্দরে যে পণ্যজট ছিল তা এখন কমতির দিকে। প্রজ্ঞাপন অনুসারে ১০ শতাংশ শূল্কে বন্দর থেকে ছাড় দেওয়া হচ্ছে চাল।

আমদানী বাড়লে দেশের অভ্যন্তরীণ বাজারে চালের দাম নিয়ে অস্থিরতা অনেকটাই কমে আসবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।


 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি