ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কালাইয়ে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১  

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৮, ২৬ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

জয়পুরহাটের কালাই পৌরশহরের পাঁচশিরা বাজার এলাকায় একটি চাল কলের নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে আতিকুর রহমান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

অভিযুক্ত ধর্ষক আতিকুর রহমান পৌরশহরের আঁওড়া মহল্লার আলমগীর হোসেনের ছেলে। রোববার রাতে এ ঘটনা পাঁচশিরা বাজার এলাকায় একটি চাতালে ঘটেছে। ঘটনার পরপরই রাতেই ওই নারী শ্রমিক নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ আতিকুরকে তার বাড়ী থেকে গ্রেফতার করে।

মামলার বিবরণ সুত্রে জানা যায়, তাদের বাড়ী গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার খামারভবনী গ্রামে। ধর্ষিতা ওই নারী শ্রমিক স্বপরিবারে গত ২০ বছর ধরে কালাই পৌরশহরের পাঁচশিরা বাজার এলাকায় বসবাস করে আসছেন। স্বামী-স্ত্রী মিলে এ এলাকায় বিভিন্ন চালকলে শ্রমিকের কাজ করতেন। গত রোববার রাতে ওই নারী শ্রমিক চাল কল থেকে কাজ সেরে নিজ গৃহে আসছিলেন। এর আগে ধর্ষক ওই নারীর ঘরের ভিতরে প্রবেশ করেন। পরে ওই নারী শ্রমিক তার ঘরে প্রবেশ করলে অন্ধকারের মধ্যে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন ধর্ষক আতিকুর রহমান। 

এঘটনা নারী শ্রমিক নিজেই বাদী হয়ে ধর্ষক আতিকুর রহমানকে আসামী করে কালাই থানায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশ আসামীকে বাড়ী থেকে গ্রেফতার করে।   

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, নারী শ্রমিক নিজেই বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি