ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খুলনার চার হাসপাতালে প্রাণ গেল আরও ১১ জনের

খুলনা বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৪, ২৭ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

খুলনার চার হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯ জন পজিটিভ হয়ে এবং ২ জন উপসর্গ নিয়ে মারা যায়।

মঙ্গলবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

মৃতদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৫ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে একজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়। বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। গতকাল খুলনায় ১৮ জনের মৃত্যু হয়েছিল।

শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৯ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘন্টায় ৪ জন রোগী ভর্তি হয়। আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন একজন।

ডেডিকেটেড করোনা হাসপাতালের মুখপাত্র ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, এ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১২৪ জন। যার মধ্যে রেড জোনে ৪২ জন, ইয়ালো জোনে ৪৭ জন, আইসিইউতে ২০ জন। নতুন করে ভর্তি হয়েছেন ৮ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ জন।

জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে তিনজন রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন, তার মধ্যে ১৫ জন পুরুষ ও ২০ জন মহিলা। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৮ জন, আর সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৩ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্তাধিকারী ডাঃ গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৩ জন। গতকাল আরটিপিসিআর ল্যাবে ২৬ জনের নুমনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার খুমেক আরটি-পিসিআর ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১০৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনার ৮৮, বাগেরহাটের ১২, সাতক্ষীরার ১, যশোরের ৩ ও নড়াইলের ২ জনের করোনা শনাক্ত হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি