ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

বগুড়ায় করোনায় একদিনে মৃত্যু ১১

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০২, ২৭ জুলাই ২০২১

বগুড়ায় প্রায় এক মাস পর করোনা উপসর্গে মৃত্যু কমেছে এবং বেড়েছে সুস্থতার হার। পাশাপাশি আক্রান্তের হারও কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় বগুড়া জেলার বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে ১১ জন।

মৃতদের মধ্যে ৬ জন করোনায় শনাক্ত হওয়ার পর এবং ৫ জন মারা যান উপসর্গ নিয়ে। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯২ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৫ জন। আক্রান্তের হার ২৬ দশমিক ২৬ শতাংশ।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এক ভিডিও বার্তায় এতথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে মৃতদের ৬ জনই বগুড়ার বাসিন্দা। তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৫১৪ জনের নমুনা পরীক্ষায় ১৩৫ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। এনিয়ে বগুড়ায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৩৯৯ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৪৬ জন। 
আর এ পর্যন্ত বগুড়ায় করোনায় মোট মারা গেছেন ৫৪৫ জন। এখন চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৯০৮ জন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি