ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

মোংলায় ৭৩টি সুন্ধি কচ্ছপ জব্দ

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৪, ২৭ জুলাই ২০২১

মোংলায় বিলুপ্ত প্রায় মিঠা পানির প্রজাতির ৭৩টি সুন্ধি কচ্ছপ জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় কচ্ছপসহ আটক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে নগদ ২ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার (২৭ জুলাই) এসব সুন্ধি কচ্ছপ বাগেরহাটের হযরত খান জাহান আলীর (র:) দিঘিতে ছাড়া হয়েছে বলে জানিয়েছেন খুলনা বণ্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের মৎস্য বিশেষজ্ঞ মো: মফিজুর রহমান চৌধুরী। 

কোস্ট গার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে: এম মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে দিকে মোংলার দিগরাজ শিল্প সংলগ্ন এক এলাকায় অভিযান চালিয়ে একটি বস্তায় থাকা ৭৩টি সুন্ধি কচ্ছপসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার নারকেলবাড়ী গ্রামের মঙ্গল চন্দ্র রায়ের ছেলে মনোজ রায় (৩০)। জব্দকৃত ৭৩টি কচ্ছপের ওজন প্রায় ৭৮ কেজি। কচ্ছপগুলো ২৫ হাজার টাকায় কিনে মোংলার দিগরাজে বিক্রির জন্য এসেছিলেন তিনি।

এদিকে, সোমবার রাতেই কচ্ছপসহ আটক মনোজ রায়কে মোবাইল কোর্টের মাধ্যমে মাত্র ২ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি