ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ছাগলনাইয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৬, ২৭ জুলাই ২০২১

ফেনীর ছাগলনাইয়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। ঘটনার পর ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায়।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার হিছাছড়া ব্রীজের পাশে এ দুঘটনাটি ঘটে। নিহতরা হলো ছাগলনাইয়া পৌর এলাকার উত্তর পানুয়া এলাকার তাজুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৩০) ও পৌরসভার বাঁশপাড়া এলাকার সলিম উল্লাহর ছেলে নিক্সন (২৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে মোটরসাইকেল আরোহী দুই যুবক ছাগলনাইয়া থেকে পরশুরাম উপজেলার বক্সমাহমুদের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক মারা যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফেরদৌস জাহান তাদের মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যার ফেনী জেনালের হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক এবং মোটরসাইকেল দুটোই ছাগলনাইয়া থানার হেফাজতে রয়েছে। তবে ট্রাকের চালককে আটক করতে পারেনি পুলিশ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি