ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সৌদির কোভিড আইন ভঙ্গ করলে ৩ বছরের নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১১, ২৮ জুলাই ২০২১

করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণে কালোতালিকাভূক্ত দেশগুলোতে সৌদির নাগরিকরা বেড়াতে গেলে তারা দেশে ফেরার পর তিন বছরের ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়বে। খবর এএফপি’র।

মঙ্গলবার (২৭ জুলাই) এই সতর্কবার্তা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

টুইটার বার্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘নিষেধাজ্ঞা আরোপ করা দেশগুলো ভ্রমণ করা ব্যক্তিদের বড় ধরনের জরিমানা করা এবং তিন বছর বিদেশ সফর নিষিদ্ধ করা হবে।’

আরও বলা হয়, ‘চলমান করোনাভাইরাস মহামারী এবং এ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের কালোতালিকাভূক্ত দেশগুলো সফর করা থেকে বিরত থাকতে সতর্ক করে দিয়েছে। আর সেটা সরাসরি হোক বা অন্য কোন দেশ হয়ে হোক।’

সৌদি আরবের রাষ্ট্রীয় এয়ারলাইন সৌদিয়ার দেয়া তথ্য মতে, নাগরিকদের প্রতিবেশি দেশ সংযুক্ত আরব আমিরাতসহ ১৬টি দেশ ভ্রমণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

ক্রমবর্ধমানভাবে ছড়িয়ে পড়া ডেল্টা ভ্যারিয়েন্টের কথা স্পষ্টভাবে উল্লেখ না করে স্বারাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘করোনাভাইরাসের নতুন রুপান্তরিত ধরণ দ্রুত ছড়িয়ে পড়ার কারণে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’

এ পর্যন্ত চিহ্নিত কোভিড-১৯ রোগের যেকোন ধরণের চেয়ে এ ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি সংক্রামক। এটি ভারতে প্রথম শনাক্ত হয় এবং তা ইতোমধ্যে বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত ৫ লাখ ২০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৮ হাজার ১৮৯ জন প্রাণ হারিয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি