ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

মাছ ধরতে গিয়ে ঢলের পানিতে ভেসে গেল ৩ যুবক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৫, ২৮ জুলাই ২০২১

কক্সবাজারের ঈদগাঁও উপপজেলায় ঢলের পানিতে ভেসে গিয়ে ৩ যুবক নিখোঁজ হয়েছে। পাহাড়ি ঢলের পানিতে মাছ শিকার করতে গিয়ে তারা নিখোঁজ হন। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভাগের রেসকিউ টিমের ডুবুরিরা নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। 

বুধবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঈদগাঁ উপজেলার দরগাহপাড়া সড়কে নাশিখালের উপর নির্মাণাধীন বীর মুক্তিযোদ্ধা ছুরত আলম সেতুর নীচে ঢলের পানিতে মাছ শিকার করতে গিয়ে ওই যুবকরা নিখোঁজ হয়। 

নিখোঁজরা হলেন- দরগাহপাড়ার শাহজাহান শাহ’র পুত্র ফারুখ (২৮), বাবুইয়্যা (২০) ও অপরজন শাহজাহান শাহ’র নাতি (নাম পাওয়া যায়নি) বয়স আনুমানিক ১৪ বছর।

ঘটনাস্থলে উপস্থিত ঈদগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলম জানান, নিখোঁজ যুবকদ্বয় ইউনিয়নের দরগাহপাড়া গ্রামের বাসিন্দা। ঢলের পানিতে মাছ শিকার করতে নেমে ওই ৩ যুবক নিখোঁজ হয়েছেন বলে তিনি নিশ্চিত করেন।

কক্সবাজার ফায়ার সার্ভিসের রামু স্টেশন অফিসার সৌমেন বিশ্বাস জানিয়েছেন, নিখোঁজ যুবকদের উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি