ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

চেয়ারম্যানের ছেলের আত্মহত্যা

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০০, ২৮ জুলাই ২০২১

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইলিয়াছ কবির বকুলের বড় ছেলে আশরাফুল আলম অপু (৩৩) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। দুই ভাইয়ের মধ্যে কথাকাটির এক পর্যায়ে অভিমানে আত্মহত্যা করে সে।

মঙ্গলবার (২৭ জুলাই) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে বাগআঁচড়ার নিজ বাসায় এ ঘটনা ঘটে। নিহত অপু এক সন্তানের জনক। তার অকাল অপমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চেয়ারম্যান ইলিয়াছ কবীর বকুল জানান, আমার দুই ছেলে, বাসার তিনতলায় স্ত্রী-সন্তান নিয়ে থাকে। দুই ভাইয়ের মধ্যে সামান্য কথাকাটির এক পর্যায়ে বড় ছেলে অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। 

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফরিদ ভূইয়া ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ যশোর ২৫০ শষ্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি