ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টাঙ্গন নদীতে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২০:১৭, ২৮ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ের মাঝ দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদীর পানিতে ডুবে শামীম হোসেন রাব্বী (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

জানা যায়, বুধবার দুপুরে শহরের গোবিন্দনগর মহল্লার এসিল্যান্ডপাড়ার বাসিন্দা রেজা বাবুর ছেলে সাঁওতালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র শামীম হোসেন রাব্বী বাসার লোকজনের অজান্তে মহল্লার অন্যান্য শিশুদের সাথে পার্শ্ববর্তী টাঙ্গন নদীতে গোসল করতে নামে।

এক পর্যায়ে নদীর স্রোতে শিশু রাব্বী পানিতে তলিয়ে গেলে অন্যান্য শিশুরা চিৎকার শুরু করে। এসময় আশপাশের লোকজন নদীতে নেমে শিশুটিকে খুঁজতে থাকে এবং খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনীর সদস্যগণ স্থানীদের সহযোগিতায় প্রায় ৩০ মিনিট চেষ্টার পর শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি