ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ভোলায় ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৭৬ 

ভোলা  প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫১, ২৮ জুলাই ২০২১

বরিশাল বিভাগের অন্যান্য জেলার তুলনায় ভোলায় করোনার প্রভাব বিস্তার কম থাকলেও হঠাৎ করে গত এক সপ্তাহ ধরে ব্যাপক হারে বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহে করোনা আক্রান্ত হয়েছে ৬২৫ জন। 

গত ২৪ ঘন্টায় ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪০০ জন। মোট মৃত্যু হয়েছে ৩০ জন। মোট সুস্থ হয়েছে ২২৯২ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৭৪.৫ শতাংশ।
 
এছাড়া ২৪ ঘন্টায় নতুন ২৮ জন ভর্তিসহ বর্তমানে করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন আছে ৫৮ জন। এদিকে করোনা রোগীদের সেবা নিশ্চিতে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ১০০ শয্যা আইসোলেশন ইউনিটকে ২০০ শয্যায় উন্নীত করার কাজ শুরু হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি