ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোংলা বন্দরে পণ্য খালাস বন্ধ

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:২২, ২৯ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মোংলা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। টানা দুদিনের প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কারণে বন্দরে বিদেশি জাহাজের পণ্য খালাস বন্ধ করেছে কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী ট্রাফিক ম্যানেজার সমির কুমার দত্ত। 

তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কারণে গতকাল বুধবার (২৮ জুলাই) রাতে জাহাজ থেকে শ্রমিক নামিয়ে আনা হয়েছে। এরপর বৃষ্টিপাত অব্যাহত থাকলে বৃহস্পতিবার সকাল থেকে বন্দরে অবস্থান করা বাণিজ্যিক জাহাজগুলোতে নতুন করে আর শ্রমিক বুকিং দেওয়া হয়নি।

বন্দর ব্যবহারকারী এইচ এম দুলাল বলেন, জাহাজে পণ্য খালাস বন্ধ থাকায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

এদিকে, মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন বলেন, এই মুহূর্তে বন্দরে পণ্য খালাসের অপেক্ষায় সার, জিপসাম, মেশিনারি ও ব্যাটসহ (কেমিক্যাল) আটটি বিদেশি জাহাজ অবস্থান করছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেসব জাহাজে কাজ বন্ধ রয়েছে। 

তবে দুর্যোগ কেটে গেলে পুনরায় কাজ চালু হবে বলেও জানান তিনি। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি