ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে কারারক্ষীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৭, ২৯ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

গাজীপুরের কাশিমপুর কারাগারে নবীন কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের ৫৮তম বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সশস্ত্র অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহিনুর রহমান মামুন, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুর কবির।
 
প্রধান অতিথি খোলা জিপে করে প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন।

৬ মাস মেয়াদের বুনিয়াদি প্রশিক্ষণে ৩১৮ জন কারারক্ষী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফরমেন্সের জন্য ৪ জনকে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে কাশিমপুর কারাগারের বিভিন্ন ইউনিটের জেল সুপার, জেলারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি